চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পশুহাটে পাট কাটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে তৈয়ব হোসেনের দুটি পাটকাঠি গাদা, মকবুল হোসেন একটি পাটকাঠি গাদা ও একটি বিচুলি পালা পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তৈয়ব হোসেন বলেন, ‘আমার যা ছিল, সব নিয়ে আমি এই ব্যবসা করি। আগুনে আমার সব পুড়ে গেল, আমার আর কিছুই রইল না, আমি পথে বসে গেলাম। আমার দুটি পাটকাঠি গাদায় ৫-৬ লাখ টাকার পাটকাঠি ছিল। আমি পথে বসে গেলাম।’
আরেক ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার তিল তিল করে গড়া ব্যবসা সব আগুনে পুড়ে ছায় হয়ে গেল। আমার একটি বিচুলি পালা ও একটি পাটকাঠি গাদায় মোট ৬-৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেল।’
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুজ্জামান বলেন,
খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ও চুয়াডাঙ্গা সদর ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট পাঁচটি ইউনিট টানা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।