প্রতিনিধি, ঢাবি
গণ অধিকার পরিষদের বিজয় দিবসের শোভাযাত্রায় হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন গণ অধিকারের সদস্যসচিব নুরুল হক নুরসহ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতারা।
নুর বলেন, ‘বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর লক্ষ্য ছিল আমাদের। কিন্তু সরকারের গুন্ডা বাহিনী হামলা করেছে।’