নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যুতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ের আয়োজনে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) বিপ্লব মল্লিকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীসহ অন্যরা। নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় গত ১২ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে পিএইচডিরত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন।