নড়াইলের কালিয়া উপজেলার ৮ নম্বর কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাড. মাহমুদুল হাসান কায়েস (৪৭)। এই নিয়ে চার বারের মতো চেয়ারম্যান হলেন তিনি।
এবার ১ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে আনারস প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন। অ্যাড. মাহমুদুল হাসান কায়েস গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের অ্যাড. আবুল কালাম আজাদের ছেলে।
জানা গেছে, অ্যাড. মাহমুদুল হাসান কায়েস সর্বপ্রথম ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর। বর্তমান তিনি নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্যের দায়িত্ব পালন করছেন। অ্যাড. মাহমুদুল হাসান কায়েস নিজ এলাকায় মসজিদ, কবরস্থান, একটি পুরুষ মাদ্রাসা এবং একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।