পরিবহন ধর্মঘটের পর গাড়ি চলাচল স্বাভাবিক হওয়ায় দিনাজপুরের হিলিতে দেশি কাঁচা মরিচের দাম কমেছে। এক দিন আগেও প্রতি কেজি পাইকারিতে ১০০ টাকা দরে বিক্রি হলেও তা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একইভাবে কমেছে খুচরা বাজারেও। দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষজনের মাঝে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মামুনুল হক বলেন, ‘এ অঞ্চলের মানুষের চাহিদা মেটানো হয় সাধারণত নওগাঁ, ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া অঞ্চলে উৎপাদিত কাঁচা মরিচ দিয়ে। সরবরাহ ভালো থাকায় গত কয়েক দিন ধরে কাঁচা মরিচ দাম কম ছিল। তবে পরিবহন ধর্মঘটের কারণে দাম বাড়তির দিকে ছিল। আজ (বুধবার) অবশ্য মোকামে কাঁচা মরিচ সরবরাহ ভালো হওয়ায় দাম কমতির দিকে রয়েছে। যার কারণে আমরা কম দামে কিনতে পারছি, তেমনি কম দামে বিক্রি করছি। একই সঙ্গে ভারত থেকেও কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় দাম কমতির দিকে রয়েছে।’
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ইদ্রিস আলী মিঠু বলেন, ‘বাজারের চাহিদা মেটাতে ও দাম নাগালের মধ্যে রাখতে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। ভারতের বাজারেও আগের তুলনায় কম দামে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে।’