বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা।
এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১৫ দিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় কোনো কাগজপত্র ঠিক না থাকায় উপজেলার হাসপাতাল রোডের চন্দনা ডায়াগনস্টিক সেন্টার, দি অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সাধু মোল্লার মোড়ের দি আরোগ্য ক্লিনিক ও জামালপুর বাজারের জামালপুর প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়। এ সময় প্যাথলজি সেন্টারের মালিক কাজী মঞ্জুরুল ইসলামকে ১৫ দিনের জেলসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার সরকার, চিকিৎসা কর্মকর্তা নিউটন সিকদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান পনিরসহ বালিয়াকান্দি থানা-পুলিশের একটি দল সঙ্গে ছিল।