দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জেলে বন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চির রাজনৈতিক দলের দুই সদস্যের মোট ১৬৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন তাঁদের আইনজীবী। একজনকে ৯০ বছর এবং আরেকজনকে ৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে সু চির দলের অনেক নেতাকে আটক করা হলেও তাঁদের কাউকেই এত লম্বা সময় কারাদণ্ড দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে সু চিকে আটকের পর রাস্তায় বিক্ষোভ করেন তার অনুসারীরা। জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন এক হাজারের বেশি।
একই দিনে ৫ মাসের বেশি সময় ধরে মিয়ানমারে কারাগারে বন্দী মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে আরও ২টি অভিযোগ আনা হয়েছে। একটি সন্ত্রাসবাদ, যার জন্য ৩ থেকে ৭ বছরের জেল হতে পারে। আরেকটি রাষ্ট্রদ্রোহিতা, যার জন্য ৭ থেকে ২০ বছর জেলে থাকতে হতে পারে।