রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহারে হাওর এলাকার পর্যটনের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
গত মঙ্গলবার সন্ধ্যায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় পেশাজীবী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বিশ্বজুড়ে পরিবেশ বিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহারে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’
পরিবেশ রক্ষা করে অর্থনীতি ও জীবনমানের কীভাবে উন্নয়ন করা যায়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশ করে বলেন, ‘হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হচ্ছে। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা জনগণ ও ভোটারদের প্রশ্ন করুন; আপনাদের প্রতি তাঁদের কোনো অভিযোগ আছে কি না। তাহলে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক ও জবাবদিহির পরিবেশ তৈরি হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য মো. আবজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।