Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চট্টগ্রামে ডেঙ্গুর মধ্যেই বাড়ছে ডায়রিয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুর মধ্যেই বাড়ছে ডায়রিয়া

টানা বৃষ্টির পর বন্যা ও জলাবদ্ধতার কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে। এতে বাড়তে শুরু করেছে ডায়রিয়া। ডেঙ্গুর প্রকোপের মধ্যেই ডায়রিয়ার এমন চোখ রাঙানিতে দুশ্চিন্তা বেড়েছে নগরবাসীসহ বন্যাদুর্গত মানুষের।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল শনিবার চট্টগ্রামের ১৫টি উপজেলায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৮২ জন। তাদের মধ্যে বোয়ালখালী উপজেলায় সবচেয়ে বেশি ১৬ জন আক্রান্ত হয়েছে। এরপর রাঙ্গুনিয়া ও চন্দনাইশ উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন করে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে ৫৭ জন সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন অফিস থেকে সরবরাহ করা তালিকায় উল্লেখ করা হয়েছে। অথচ ৭ আগস্ট ওই ১৫ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৫ জন।

এদিকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬ জন ডায়ারিয়া রোগী ভর্তি আছে। কয়েক দিন আগেও এই সংখ্যা আরও কম ছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, চর্মরোগসহ নানা পানিবাহিত রোগ দেখা দিতে পারে। এই পরিস্থিতি সামনে রেখে চট্টগ্রাম ওয়াসা, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আমরা শুধু চিকিৎসা দিতে পারি। পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন নাগরিক চাহিদা সামাল দেওয়া আমাদের আওতার বাইরে। এসব বিষয় খেয়াল রাখতে হবে সংশ্লিষ্টদের।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ