মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারের রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করায় ক্রেতা-বিক্রেতারা যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারের কাপড়পট্টিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। পরে মালখানগর ইউপির সদস্য ও ইউপি সচিবের অনুরোধে কাজ বন্ধ রাখেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘পল্লী বিদ্যুতের লোকজন খামখেয়ালি করে রাস্তার মাঝখানে খুঁটি বসিয়েছেন। তালতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়িসহ কোনো ধরনের গাড়ি বাজারে ঢুকতে পারবে না। রাস্তার মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবি জানাচ্ছি।’
মালখানগর ইউপির সদস্য আবু সাঈদ বলেন, তালতলা বাজারের কাপড়পট্টিতে রাস্তার মাঝখানে খুঁটি স্থাপন করেন পল্লী বিদ্যুতের কর্মীরা। পরে বাজারের লোকজনের মাধ্যমে জানতে পেরে ইউপি সচিবসহ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করি।’
তালতলা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, ‘রাস্তার ওপর খুঁটি চলে এসেছে। এতে আমাদের অসুবিধা তো হবেই।’
পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান ওয়ারেজ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা সেখানে খুঁটি বসানোর জন্য বলছেন সেখানে বাজারের ড্রেন রয়েছে। সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।’