নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ফিরে উদ্যাপন আর আনন্দের রাতে অস্বস্তির কিছু খবর বাংলাদেশ নারী দলের ক্যাম্পে। বিমানবন্দর থেকে দুই ফুটবলারের লাগেজ থেকে খোয়া গেছে লাখ টাকা। এমনি আগের রাতে সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়ককে বসতে না দেওয়া, প্রাপ্য সম্মান না দেওয়ায় তুমুল সমালোচনা। এর মধ্যে আবার নতুন বিতর্ক। এসব নেতিবাচক খবর পাশে সরিয়ে ফুটবলারদের জন্য ইতিবাচক কিছু সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
সাফের শিরোপা এনে দেওয়ার পর দেশের মানুষের চাওয়া ছিল এবার যেন পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও সম্মানজনক পারিশ্রমিক পান নারী ফুটবলাররা। নেপালের বিপক্ষে ফাইনালের আগে সানজিদা খাতুনের ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছিল নারী ফুটবলারদের না পাওয়ার গল্প। সেই স্ট্যাটাসের পর ফুটবলারদের ছাদখোলা বাসে চড়ার স্বপ্ন যেমন পূরণ হয়েছে, তেমনি এসেছে পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা। গতকাল দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন নারী ফুটবলার ও কোচিং স্টাফরা। সভাপতির কাছে নিজেদের পারিশ্রমিক বাড়ানোর কথা জানান তাঁরা। তাঁদের সেই চাওয়া পূরণে সভাপতি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটন।
ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের তিন শ্রেণিতে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেয় বাফুফে। সাফ সাফল্যের পর অঙ্কটা সম্মানজনক হারে বাড়ার আশা সাবিনার। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘মূলত অনুশীলনের কিছু জিনিস এবং মেয়েদের পারিশ্রমিক বাড়ানোর কথা বলেছি। স্যার (বাফুফে সভাপতি) বলেছেন, মেয়েদের সম্মানজনক একটা বেতন দেওয়া হবে।’
সভাপতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘দিন শেষে আমরা যখন বাসায় যাই, আমাদের তখন মেহমান বলা হয়। মাস শেষে যদি বাজার একটু উন্নত হয়, তাহলে হয়তো বাসায় আমাদের একটু সম্মান-টম্মান বাড়বে! সাবিনাদের পাশাপাশি সভাপতি আমাদেরও আশ্বস্ত করেছেন।’
গত পরশু বিমানবন্দরে নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা। এর ফাঁকে কৃষ্ণা রানী সরকার ও সানজিদার ব্যাগ থেকে দেড় লাখ এবং শামসুন্নাহার সিনিয়রের লাগেজ থেকে চুরি হয়েছে ৪২ হাজার টাকা। টাকা চুরির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। টাকা ফেরত না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান বাফুফে নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।