হোম > ছাপা সংস্করণ

সিলেটে টিকিট কালোবাজারি ঠেকাতেই পারছে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট-পর্ব। গত বছর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, ছিল দেখার মতো উচ্ছ্বাস। এবারও সিলেটে থাকবে উন্মাদনা, থাকবে উচ্ছ্বাস।  প্রতিবারের মতো এবারও শুরুতেই টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে।

গত বুধ ও বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা দর্শকেরা। সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন শুক্রবার ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকেরা। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরুর আধঘণ্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে বলে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেট দর্শকেরা।

টিকিট কিনতে আসা সাধারণ দর্শকেরা জানান, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ্ব নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এ সময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে সেটা দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন। ক্রেতাদের অভিযোগ, টিকিট বুথের দায়িত্বে যাঁরা আছেন, তারাও কালোবাজারে জড়িত। টিকিট কিনতে আসা দক্ষিণ সুরমার আবুল ফয়েজ বলেন, ‘আমরা সকালে এসেছি টিকিট কিনতে। তবে আধা ঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয়েছে ২০০ টাকার টিকিট নেই। এত টিকিট গেল কোথায়?’

টিকিট বিক্রির অনিয়মের বিষয়ে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট বিক্রি করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)। এখানে কীভাবে বিক্রি করছে তারা আমরা জানি না। বিসিবির ঢাকার লোকজন ভালো বলতে পারবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন