নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে ফেডারেশন কাপ আয়োজনে অনড় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের এই ‘একতরফা’ সিদ্ধান্তে বেঁকে বসেছে তিনটি ক্লাব। টার্ফে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে বাফুফেকে চিঠিও দিয়েছে লিগ ও ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরার মতো কমলাপুরের মাঠে নামতে নারাজ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দোটানায় উত্তর বারিধারা ক্লাব। তিন দলের আপত্তিতে ফেডারেশন কাপ নিয়ে এখন রীতিমতো বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
অ্যাস্ট্রো টার্ফে খেলা ও কোয়ার্টার ফাইনালের ফরম্যাট পাল্টানোর প্রতিবাদে গতকাল বিবৃতি দিয়ে ফেডারেশন কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেয় বসুন্ধরা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে লেখা চিঠিতে ক্লাবটি লিখেছে, ‘ফেডারেশন ড্রয়ের সময় বলা হয়েছিল কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্রুপের খেলা হবে ‘সি’ গ্রুপের দুই দলের সঙ্গে। কিন্তু সূচিতে দেখা যাচ্ছে ‘এ’ গ্রুপের দুই দল খেলবে ‘বি’ গ্রুপের দুই দলের সঙ্গে। ‘সি’ খেলবে ‘ডি’ গ্রুপের বিপক্ষে। ক্লাবগুলোকে খসড়া না দেখিয়ে সরাসরি সূচি নির্ধারণ একটি গুরুতর নিয়মের লঙ্ঘন। আর বসুন্ধরা আগেই বাফুফেকে জানিয়ে রেখেছিল কমলাপুরে খেলা হলে বসুন্ধরা খেলতে চায় না। বাফুফে এই সূচি নির্ধারণে একাধিকবার ভুল করেছে যা অন্য দলগুলোকে বাড়তি সুবিধা দিচ্ছে। আর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম পেশাদার লিগ ফুটবল পরিচালনার জন্য নিবন্ধিতও নয়। দুই কারণে ২০২১ ফেডারেশন কাপ থেকে নাম সরিয়ে নিচ্ছে বসুন্ধরা কিংস।’
বসুন্ধরার মতো না খেলার সিদ্ধান্তে অনড় মুক্তিযোদ্ধা। দলটির ম্যানেজার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা ২১ ডিসেম্বর বাফুফেকে চিঠিতে জানিয়েছিলাম ঘাসের মাঠ না হলে আমরা খেলব না। সেই সিদ্ধান্তই আছে। কিছুদিন পর লিগ শুরু হবে। আমাদের কয়েকজন ফুটবলারের চোট সমস্যা আছে। দুজনের চোট সমস্যা গুরুতর।’ আপত্তি জানানো তৃতীয় ক্লাব উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেছেন, আলোচনার পর সিদ্ধান্তে আসবেন যে ফেডারেশন কাপে বারিধারা খেলবে কি না।
‘এ’ গ্রুপে বসুন্ধরা-স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে আজ বিকেল ৪টায় শুরু হওয়ার কথা এবারের ফেডারেশন কাপ। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ‘বি’ গ্রুপে আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। বসুন্ধরা আর বারিধারা যদি শেষ পর্যন্ত মাঠে না-ই খেলে, তবে টুর্নামেন্ট হবে কি না অথবা প্রতিপক্ষরা ওয়াকওভার পাবে কি না, তা নিয়ে আছে প্রশ্ন। বসুন্ধরার অভিযোগের ভিত্তিতে আবারও পাল্টানো হয়েছে কোয়ার্টার ফাইনালের ফরম্যাট।