শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ইট সলিংয়ের রাস্তা খুঁড়ে পাইপলাইন স্থাপনের কাজ করছে এএসএম কেমিক্যাল নামের একটি শিল্পপ্রতিষ্ঠান। এতে ওই সড়কে চলাচলকারী হাজারো মানুষ পড়েছে অসহনীয় ভোগান্তিতে। পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সড়ক কেটে ফেলার বিষয়টি জানেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বীর মুক্তিযোদ্ধা অছিম উদ্দিন সড়কের বিভিন্ন অংশ কেটে পাইপলাইনের কাজ করছে স্থানীয় এএসএম কেমিক্যাল কারখানা। এই সড়কের দুপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন হাজারো শ্রমিক। এসব শ্রমিক কর্মস্থলে হেঁটে যাতায়াত করছেন। রাস্তার বিভিন্ন অংশে রয়েছে বড় বড় গর্ত। কোনো কোনো গর্তে পানি জমে আছে। রাতের বেলায় যাতায়াতের সময় গর্তে পড়ে আহত হওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘কয়েক দিন ধরে রাস্তা কেটে পাইপলাইন স্থাপন করায় আমাদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। রাস্তা কেটে ফেলায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।’
পোশাকশ্রমিক মদিনা আক্তার বলেন, ‘এই রাস্তায় অটোরিকশায় করে কারখানায় যাতায়াত করতাম। রাস্তা কেটে ফেলার কারণে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে।’
সোহরাব হোসেন নামের আরেক পোশাকশ্রমিক বলেন, ‘ইট সলিংয়ের ভালো রাস্তা নষ্ট করা হচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করছে না। আমাদের রাতে চলাচলে খুবই কষ্ট হচ্ছে।’
তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, রাস্তাটিতে থাকা পাইপলাইনের ময়লা পরিষ্কার করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে ইট সলিং তুলে রাস্তা কাটার অনুমতি দেওয়া হয়নি।’
এএসএম কেমিক্যাল কারখানার প্রজেক্ট ইনচার্জ আব্দুর রউফ বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারব না। পাইপলাইন স্থাপনের কাজ চলছে, এ বিষয়টি জানি।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘অনুমতি না নিয়ে কোনো কারখানা কর্তৃপক্ষ পাইপলাইন স্থাপন করে জনভোগান্তি সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’