ফেনী প্রতিনিধি
করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সফল গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রম রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা সম্পৃক্ত ছিল বলেই তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
গতকাল শনিবার শহরের রাজাঝির দিঘির পাড়ের রেড ক্রিসেন্ট ফেনী ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটির বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।
দুর্যোগ মোকাবিলায় যুব সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বক্তারা বলেন, প্রশিক্ষণ না হলে সক্ষমতার ঘাটতি থেকে যায়। তাই সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু, আবদুল করিম প্রমুখ।