Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গুলির চেষ্টা, গ্রেপ্তার ২

নাটোর ও সিংড়া প্রতিনিধি

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গুলির চেষ্টা, গ্রেপ্তার ২

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঈনুল হক চুনুর গণসংযোগকালে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় চুনুর সমর্থকেরা হাতেনাতে শামসুল ইসলাম (৫৫) ও বাবলু হোসেন (৫০) নামে দুজনকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শামসুল ইসলাম কলমের কালিনগর গ্রামের বাসিন্দা। বাবলু হোসেন পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার খামার নাসকৈড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গত বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ৪ নম্বর কলম ইউপির ২ নম্বর ওয়ার্ড পারসাঐল হাজিপুরে নির্বাচনী পথসভা শেষে রাস্তায় গণসংযোগ করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হেলমেট পরা অবস্থায় অদূরে অবস্থান নেয়। এ সময় শামসুল হক পিস্তল বের করে চুনুকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করলে পেছনে থাকা চুনুর কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এ সময় অপর দুই মোটরসাইকেল দ্রুত সটকে পড়লেও চালক বাবুলসহ শামসুল ধরা পড়ে যায়। পরে তাঁদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

বর্তমান চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, ‘শামসুল আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার ২ নম্বর আসামি। তিনি ভাড়াটে খুনি। আমাকে হত্যার জন্য তাঁকে কেউ পাঠিয়ে থাকতে পারে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, মৌখিক অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখান থেকে একটি রিভলবার, তিনটি গুলি ও একটি খোসা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অস্ত্র আইনে মামলা করে। ওই মামলার তিনজন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামি শামসুল হক। ফুনু হত্যার পর উপনির্বাচনে বিজয়ী হন তাঁরই ভাই মঈনুল হক চুনু। গত ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে ইউপি নির্বাচনে আবারও চেয়ারম্যান হন মঈনুল হক চুনু। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ