Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কাঁসা-পিতলের যত্নআত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাঁসা-পিতলের যত্নআত্তি

আর কয়েক দিন পর শারদীয় দুর্গাপূজা। পূজার এই সময়টাতে পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্রের কদর বেড়ে যায়। উৎসবের দিনগুলোতে অনেকে আবার এসব বাসনপত্রে আত্মীয়স্বজনদের খাবার পরিবেশন করতে পছন্দ করেন। যেহেতু এসব জিনিসের ব্যবহার কম, তাই কয়েক দিন ফেলে রাখলে সহজেই কালচে দাগ পড়ে যায়।

কাঁসা বা পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার রাখবেন যেভাবে: 

ভিনেগার, লবণ ও ময়দার মিশ্রণ
একটি পাত্রে ভিনেগার, ময়দা আর লবণ দিয়ে মিশ্রণ তৈরি করে তাতে কাঁসার পাত্রগুলো ঘণ্টাখানেক রেখে দিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাসনপত্রগুলো শুকানোর পর অলিভ অয়েল দিয়ে আলতো করে মুছে নিন। দেখবেন নতুনের মতো চকচকে দেখাচ্ছে। 

গরম পানি ও সাবান
পানি গরম করে কাঁসার পাত্রগুলো তাতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তুলে নিন। এরপর সাবান-পানিতে ডুবানো মাজুনি দিয়ে বাসনপত্র ঘষে ফেলুন। ঝকঝকে হয়ে যাবে।  

তেঁতুল
প্রায় প্রতিটি বাড়িতে পুরোনো তেঁতুল জমা থাকে। পুরোনো বা নতুন তেঁতুল দিয়ে ঘষলে খুব সহজেই তামা, পিতল বা কাঁসার বাসনের কালচে দাগ দূর হয়। 

লবণ আর লেবুর রস
পিতল বা তামার জিনিসপত্র পরিষ্কার করার জন্য লবণ দেওয়া লেবুর রসে মাজুনি ভিজিয়ে নিন। সেই মাজন দিয়ে ভালোভাবে বাসনপত্র ঘষতে থাকুন। এরপর গরম পানিতে ধুয়ে নিলেই কালচে ভাব দূর হয়ে নতুনের মতো চকচকে দেখাবে। 

সাদা বালি
বাড়িতে সাদা বালি থাকলে তো আর কোনো কথাই নেই। মাজুনিতে সাদা বালি নিয়ে কাঁসার বাসন ঘষে ঘষে মেজে ফেলুন। তামা, কাঁসা বা পিতলের বাসন ঝকঝকে দেখাবে।  

লেবু ঘষুন
কাঁসা-পিতলের থালাবাসন ব্যবহারের পর প্রথমে পনি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর লেবুর টুকরো দিয়ে ঘষে মেজে নিন। তেল-চর্বি দূর হয়ে যাবে সহজে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ