হোম > ছাপা সংস্করণ

আল আকসায় ধরপাকড় আবার যুদ্ধের শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক

রমজানে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসায় মুসলমানদের ভিড় বাড়ে। রমজানের শুক্রবারে তা বহুগুণ বেড়ে যায়। আল আকসার পার্শ্ববর্তী এলাকা ইহুদি ও খ্রিষ্টানদেরও পুণ্যস্থান, ইবাদতের জায়গা। তাই রমজানে এখানে মুসলমান ও ইহুদিদের মধ্যে উত্তেজনা বাড়ে।

গতকাল শুক্রবার সাহরির পর থেকে আল আকসায় মুসল্লিদের সমাগম বাড়তে থাকে। কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে আল আকসা এলাকায় ভোর থেকে অবস্থান নেয় ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি পুলিশ দেখে ফিলিস্তিনিরা তাদের উদ্দেশ্যে পাথর ছুড়তে থাকে। জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শব্দ বোমা ফাটায় ইসরায়েলি পুলিশ।

আল জাজিরার তথ্যমতে, এতে অন্তত ১৫২ ফিলিস্তিনি আহত হন। আটক হয়েছেন প্রায় ৩০০ জন। স্থানীয় রেড ক্রস ও ইসরায়েলি পুলিশ এসব খবর নিশ্চিত করেছে।

গত ২২ মার্চ থেকে ইসরায়েলি-ফিলিস্তিনিদের মধ্যে খুনোখুনি বেড়েছে। এই সময়ে ২২টি পৃথক ঘটনায় ১৬ জন ফিলিস্তিনি ও ১৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলের চারটি শহরে ছুরি নিয়ে হামলা চালিয়েছেন ফিলিস্তিনিরা। এসব হামলাকারীকে গুলি করে হত্যা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অনেক অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলে ফিলিস্তিনিরা যে চারটি হামলা চালিয়েছে তাদের মধ্যে প্রথম দুটির দায় কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএসআইএস) সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তিই প্রথম দুটি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর পরের দুইটার মধ্যে বেনাই ব্র্যাক শহরের হামলাটি ফাতাহর সশস্ত্র গ্রুপ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রামাল্লাহকেন্দ্রিক ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতৃত্ব এখন ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহর হাতে।

রমজানের আগে খুনোখুনি বেড়ে যাওয়া সম্পর্কে ইসরায়েলভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আওয়াদ আবদেলফাতাহ বলেন, ‘পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের অভিযান বেড়েছে। বেড়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরায়েলি বসতি নির্মাণ। ফিলিস্তিনি নেতৃত্ব এসবের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাই ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলি-ফিলিস্তিনি ও অনুপ্রবেশকারী ফিলিস্তিনিদের হামলা বেড়েছে।

চলমান খুনোখুনি বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি গত বছরের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক হামাস ও ইসরায়েল ফের সীমিত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মনে করেন ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক মুস্তফা বারগৌতি।

গত বছরের রমজানে আল আকসার উত্তেজনা এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল-হামাস। ১১ দিনের যুদ্ধে ৬৫ শিশুসহ ২৩২ জন ফিলিস্তিনি এবং ২ শিশুসহ ১২ ইসরায়েলি নাগরিক নিহত হন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন