হোম > ছাপা সংস্করণ

তাহসানের সঙ্গে গাইলেন ফারিণ ইয়াশের সঙ্গে অভিনয়

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান জুটি হয়ে খুব বেশি অভিনয় করেননি। অল্প যে কয়টা কাজ করেছেন, পেয়েছেন সাফল্য। সম্প্রতি ইরানে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘ফাতিমা’ সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ।

ছয় বছর আগে এই সিনেমায় ফারিণের বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। ২০২১ সালে ‘তিথির অসুখ’ নাটকের জন্য সমালোচকের রায়ে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন ফারিণ। সে নাটকেও তাঁর সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।

অনেক দিন পর আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন ফারিণ ও ইয়াশ। নাটকের নাম ‘এইদিন সেইদিন’। নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। লিখেছেন রুম্মান রশীদ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সমাপ্তি মাশুকসহ অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে নাট্যকার রুম্মান রশীদ খান বলেন, ‘অতীত আঁকড়ে থাকার নাম জীবন নয়। বরং সেইদিনের (অতীত) সবটুকু শক্তি নিয়ে এইদিন (বর্তমান) আলোকিত করার নামই জীবন—এই বার্তাই দেওয়া হয়েছে আমাদের নাটকের মাধ্যমে।’

পরিচালক পথিক সাধন বলেন, ‘নাটকের ফারিণ তার অতীত আর বর্তমানে সমান্তরালে চলতে চায়। কিন্তু প্রকৃতি অস্বাভাবিকতা পছন্দ করে না। একপ্রকার বিপাকেই পড়ে যায় ফারিণ। এমন সময় রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসে ইয়াশ। ফারিণ ও ইয়াশ দুজনেই সাবলীল অভিনয় করেছেন। তাঁদের অভিনয় দর্শককে নিয়ে যাবে বাস্তবতার কাছাকাছি।’

আজ ৫ মার্চ সন্ধ্যায় এসবিই ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী ফারিণ। হানিফ সংকেতের গ্রন্থণা ও উপস্থাপনায় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের একটি গানে তাহসান খানের সঙ্গে কণ্ঠ দিলেন ফারিণ। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন