কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি অস্ত্র বিক্রির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পালিয়ে যান আরও দুই যুবক। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী কাঁচাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন মো. মিজানুর রহমান (২১) ও মো. মোর্শেদ (১৯)। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলেন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মো. মিজানুর রহমান, শিলখালী ইউনিয়নের কাচারীমোড়া এলাকার মো. মোর্শেদ (১৯), চকরিয়া পৌরসভার করাইয়াঘোনার মো. সোহাগ (২৮) এবং বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের কোনারপাড়ার আহম্মদুর রহমান (২৮)।
এ বিষয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেদল হোসেন বলেন, অবৈধ অস্ত্র বেচাকেনার খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে যান। তবে অন্য দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে মিজানুর রহমানের কোমর থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) জব্দ করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুই যুবককে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।