Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রায়োগিক শিক্ষার প্রাধান্য চান উপমন্ত্রী মহিবুল

রংপুর প্রতিনিধি

প্রায়োগিক শিক্ষার প্রাধান্য চান উপমন্ত্রী মহিবুল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। এটি করতে হবে গতানুগতিক শিক্ষার পাশাপাশি বিশ্লেষণধর্মী এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে। শিক্ষার সব ক্ষেত্রে ভিন্ন আঙ্গিকে বাস্তবধর্মী প্রায়োগিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী মানসিকতার আগ্রহ সৃষ্টি করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। মহান বিজয় দিবস, মুজিববর্ষের সমাপনী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহিবুল হাসান বলেন, ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দর্শন হলো নারী মুক্তি, নারীর ক্ষমতায়ন এবং নারী জাগরণ। তাই রোকেয়ার দর্শনকে অনুসরণ করে আমাদের সমাজকেও এগিয়ে নিতে হবে।’

শিক্ষা উপমন্ত্রী গতানুগতিক ধারার পাশাপাশি অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপনে সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ