দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১১ নভেম্বর। এই নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃতীয়বারের চেষ্টায় ইউপি সংরক্ষিত সদস্য পদে জয় পেয়েছেন কুলসুম বেগম। উপজেলার বেলছড়ি ইউপি নির্বাচনে এর আগে ২ বার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান ৬৫ বছরের কুলসুম বেগম। এবার তিনি বেলছড়ি ইউপির সংরক্ষিত আসনে ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী হন তিনি।
গতকাল বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন। পর পর ২ বার সংরক্ষিত আসনে ভোট যুদ্ধে পরাজিত হয়ে তৃতীয়বার জয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন নেতারা।
বর্তমানে বেলছড়ির ৫ নম্বর ওয়ার্ডের মহিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বারবার প্রতিপক্ষের সঙ্গে পরাজিত হয়েও ষাটোর্ধ্ব এই নারী থেমে যাননি। নিজেকে তৈরি করছেন নতুনভাবে। নিজেকে বিজয়ী করার লক্ষ্যে এলাকায় কাজ করে গেছেন প্রতিনিয়ত, ধৈর্য এবং সাহসিকতার পরিচয়ের প্রমাণ মিলেছে এ নির্বাচনে। তিনি প্রতিপক্ষকে টপকে মাইক প্রতীকে ১ হাজার ১৪৪ ভোটে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে কুলসুম বেগম বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিকের সঙ্গে জড়িত ছিলাম।’ জীবনের শেষ বয়সে এসে এমন একটা জয় পেয়ে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।