Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অস্ত্রোপচার না হওয়ায় বিপাকে রোগীরা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

অস্ত্রোপচার না হওয়ায় বিপাকে রোগীরা

গাইবান্ধার সাঘাটা স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিতে অস্ত্রোপচারের নেই কোনো ব্যবস্থা। এতে বিপাকে পড়তে হয় প্রসূতিসহ অন্য রোগীদের। বাধ্য হয়ে তাঁদের অতিরিক্ত অর্থ খরচ করে গাইবান্ধা, রংপুর ও বগুড়া সরকারি হাসপাতাল বা বেসরকারি কোনো ক্লিনিকে যেতে হয়।

জানা যায়, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ৪ লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল। এখানকার মানুষেরা অনেক আশা নিয়ে হাসপাতালে রোগী নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের গাইবান্ধা, বগুড়া বা রংপুরের সরকারি কোনো হাসপাতালে পাঠিয়ে দেন।

তখন রোগীকে শহরের কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে নিয়ে ভর্তি করতে হয়। এতে দালালের খপ্পরে পড়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে ভর্তি করতে হয় রোগীকে। আর এই সুযোগে ক্লিনিকের মালিকেরা রোগীদের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুজ্জামান জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অবকাঠামো নির্মাণ হলেও ৩১ শয্যার জনবল দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।

প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক, যন্ত্রাংশ ও উপযুক্ত অপারেশন থিয়েটার না থাকায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতীদের অস্ত্রোপচারসহ ছোটখাটো অপারেশন করা সম্ভব হচ্ছে না। তবে সন্তান প্রসবের আগে এবং পরে মা ও শিশু স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ