কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য গতকাল মঙ্গলবার বিকেলে দাফনের ১৪ দিন পর কবর থেকে কুয়েট শিক্ষক ড. মো. সেলিম হোসেনের লাশ উত্তোলনের কথা ছিল। কিন্তু সূর্য অস্ত যাওয়ার কারণে তা পেছানো হয়েছে। আজ বুধবার লাশ উত্তোলন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে কুয়েট শিক্ষকের লাশ উত্তোলনের কথা ছিল। কিন্তু সূর্য অস্ত যাওয়ায় বুধবার সকালে লাশ উত্তোলন করা হবে।
ড. মো. সেলিম হোসেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।
এদিকে লাশ উত্তোলনের খবরে কবরস্থানে ভিড় জমিয়েছে নিহতের স্বজন, এলাকাবাসী ও সংবাদকর্মীরা। সেখানে আসে পুলিশ ও একজন মেডিকেল অফিসার। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশ ও ডাক্তার ঘোষণা বুধবার সকাল ৮টায় লাশ তোলা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান লাবিব বলেন, ‘সূর্যাস্ত যাওয়ার কারণে লাশ উত্তোলন পেছানো হলো। তা ছাড়া লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত শেষে আবার দাফনের ব্যাপার থাকে। তাই বুধবার সকাল ৮টায় লাশ তোলা হবে।’
গত ৩০ নভেম্বর সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান। ১ ডিসেম্বর ময়নাতদন্ত ছাড়া তাঁর মরদেহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কবরস্থানে দাফন করা হয়।