বিনোদন ডেস্ক
মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিক নাটক ক্যাম্পাসের প্রচার শুরু হয়েছিল গত বছরের ১৭ ডিসেম্বর। আওরঙ্গজেবের লেখা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে। পরিচালক জানিয়েছেন, আজ রাত ৮টায় প্রচারিত হবে ক্যাম্পাসের শততম পর্ব। এ উপলক্ষে নাটকের কাস্টিং ও গল্পে আসছে নতুন চমক। ১০০ পর্বের পর থেকে যুক্ত হবেন সালহা খানম নাদিয়া, সাজু খাদেমসহ কয়েকজন অভিনয়শিল্পী।
দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয় ঘিরে এ নাটকের কাহিনি। ক্যাম্পাসের প্রেম, আড্ডা, ঝগড়া, রাজনীতি—নানা বিষয় উঠে আসছে ধারাবাহিকটিতে। অভিনয় করছেন রওনক হাসান, চাষী আলম, নাজিয়া হক অর্ষা, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, মিহি আহসান, শিবলী নোমান, নাইমা আলম মাহা প্রমুখ।