বরুড়া প্রতিনিধি
বরুড়ার ঝলম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই তরুণকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের ৭ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।
সাজাপ্রাপ্ত তরুণেরা হলেন আড্ডা এলাকার শাহেদুর রহমান (২০) ও ফকরুল ইসলাম (২০)।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ধাপে বরুড়ার ৯টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হলেও ঝলম ইউপির ডেউয়াতলী কেন্দ্র দখলের চেষ্টায় বাধা দিলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক আহত হন। সহিংসতার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া কেন্দ্রের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান বলেন, আটক দুই তরুণকে জেল ও জরিমানা করা হয়। আগামী বৃহস্পতিবার ডেউয়াতলী স্থগিত কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।