নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৫ কোটি ৪৫ লাখ টাকা বেশি। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫৪ পয়েন্টে। আর সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১০ পয়েন্ট।