হোম > ছাপা সংস্করণ

নাম শোনা যাচ্ছে যাঁদের

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গতকাল একাধিক মাধ্যমে জানা গেছে, সম্প্রতি জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২১ সালের বিজয়ীদের চূড়ান্ত তালিকার অনুমোদন দিয়েছে। এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। শোনা যাচ্ছে, চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সেরা চলচ্চিত্র হয়েছে যৌথভাবে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। সেরা চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), সেরা অভিনেতা যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল), সেরা অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য), সেরা পার্শ্ব অভিনেতা ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য) এবং অভিনেত্রী শম্পা রেজা (পদ্মাপুরাণ), সেরা খল অভিনেতা মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)। কৌতুক চরিত্রে সেরা হয়েছেন প্রভাষ কুমার ভট্টাচার্য মিলন (মৃধা বনাম মৃধা), সেরা শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)। সেরা সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), গায়ক কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মাপুরাণ), গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মাপুরাণ), গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন) প্রমুখ।

এমন খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানো হচ্ছে সম্ভাব্য বিজয়ীদের। তবে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

একটি সূত্র জানিয়েছে, শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন