বিনোদন ডেস্ক
ভারতে এখন দক্ষিণি নায়কদের জয়জয়কার। ভারতজুড়েই আল্লু অর্জুন, প্রভাস, রামচরণ, জুনিয়র এনটিআরদের সিনেমা দেখার অপেক্ষায় থাকে সিনেমাপ্রেমীরা। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তামিল দুই সুপারস্টার ধানুশ ও বিজয় সেতুপতির সিনেমা। ধানুশের ‘ক্যাপ্টেন মিলার’ তামিল ভাষায় মুক্তি পেলেও বিজয়ের ‘মেরি ক্রিসমাস’ তামিলের পাশাপাশি মুক্তি পাচ্ছে হিন্দি ভাষায়। এ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে।
ক্যাপ্টেন মিলার সিনেমাটি তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খননকাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে ক্যাপ্টেন মিলার, ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে। এতে ক্যাপ্টেন মিলারের ভূমিকায় আছেন ধানুশ। এই সিনেমার জন্য চুল ও দাড়ি বাড়িয়ে নিজের চেহারা সম্পূর্ণ বদলে ফেলেছিলেন ধানুশ। অরুণ মাথেশ্বরান পরিচালিত ক্যাপ্টেন মিলারে দ্বৈত চরিত্রে দেখা যাবে ধানুশকে। বাবা এবং ছেলে—দুই ভূমিকায় দর্শকদের সামনে আসবেন তিনি। সিনেমার প্রচারে কোনো কমতি রাখেননি ধানুশ। যখন যেখানে প্রয়োজন ছুটে গিয়েছেন। ক্যাপ্টেন মিলারে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, সন্দীপ কিশান প্রমুখ।
অন্যদিকে, বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ অভিনীত মেরি ক্রিসমাস সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রহস্য এবং সাসপেন্সে মোড়া ট্রেলার দেখার পর অনুরাগীদের আগ্রহ বেড়েছে আরও। ট্রেলারের শুরুতেই দেখা যায় দুটো পাত্র, একটিতে ঘুমের ওষুধ গুঁড়ো করা হচ্ছে, আরেকটিতে বাদাম আর কাঁচা মরিচ। ক্রিসমাসের আগের দিন সন্ধ্যায় দেখা হয় বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফের। নানা ঘটনাক্রমের পর ভিডিওর শেষে দেখা যায়, তারা দুজনই চরম বিপদে। এর মাঝে উঠে আসে গোলাগুলি, রহস্য, উত্তেজনা এবং সাসপেন্স।