Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বর্ষায় পতিত হাজার একর কৃষিজমি

জসিম উদ্দিন, নীলফামারী

বর্ষায় পতিত হাজার একর কৃষিজমি

নীলফামারীর ডিমলায় ভাঙা বাঁধের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে পতিত থাকছে কয়েক হাজার একর ফসলি জমি। ফলে উপজেলায় কমপক্ষে ১০ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন কম হচ্ছে। বাঁধটি সংস্কার করে এসব জমিকে চাষযোগ্য করে তোলার দাবি জানিয়েছেন কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে জানান, বাঁধটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা গ্রামের খালপাড়া থেকে দক্ষিণ সুন্দরখাতা পর্যন্ত বুড়ি তিস্তার পাঁচ কিলোমিটার বাঁধটি দেশ স্বাধীনের আগে নির্মাণ করা হয়। পরে ১৯৮৮ সালে বন্যায় কচুবাড়ির দোলা এলাকায় বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা ভেঙে যায়। তখন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামত করলেও নদীর পানির স্রোতে আবার ভেঙে যায়। এরপর দীর্ঘদিনেও বুড়ি তিস্তা নদীর বাঁধটি সংস্কার না হওয়ায় পাঁচ গ্রামের কয়েক হাজার বিঘা জমিতে কৃষক বর্ষা মৌসুমে আমন ধান রোপণ করতে পারেন না।

এ ছাড়া বোরো মৌসুমে বাঁধের ভাটিতে কৃষক বোরো ধান চাষাবাদ করলেও পাকা ধান নিয়ে ঝুঁকিতে রয়েছেন। বাঁধটির ভাঙা অংশের কারণে একদিকে নদীর নাব্যতা যেমন হারিয়েছে, তেমনি প্রতিবছর বর্ষায় নদীর স্রোতে ভেঙে যাচ্ছে ফসলি জমি। এ ছাড়া বর্ষা মৌসুমে এ এলাকার মধ্যম সুন্দরখাতা মাঝিয়ালীর ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বন্যার পানিতে ডুবে যায়। ফলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সরেজমিনে দেখা গেছে, বুড়িতিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের দুই পাশে ভরাট রয়েছে পানি। তলিয়ে যাওয়া জমির আধা পাকা ধান কেটে নিচ্ছেন কয়েকজন কৃষক। যেকোনো সময় পানি উপচে ফসলহানির আশঙ্কা করছেন কৃষক। বাঁধের ভাঙা অংশ সংস্কার না হওয়ায় দেখা দিয়েছে এ চরম সংকট।

ডিমলার সুন্দরখাতা গ্রামের কৃষক ও সাংবাদিক হাবিবুল হাসান জানান, শুকনো মৌসুমে পানি শুকিয়ে গেলে ধান চাষ শুরু হয়। তবে জ্যৈষ্ঠ মাসেই শুরু হয় জলাবদ্ধতা। নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধের ভাঙা অংশ দিয়ে প্লাবিত হয় পাঁচটি গ্রামের ফসলি জমি।

গ্রামের তাহের, জাহাঙ্গীর, নুর ইসলামসহ কয়েক কৃষক জানান, বাঁধের ভাঙা অংশ সংস্কার করা হলে তাঁরা প্রতিবছর বর্ষা মৌসুমে ওইসব পতিত জমিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করতে পারতেন। বাঁধ সংস্কারের অভাবে ৩০ বছর বিপুল পরিমাণ জমি প্রতিবছর অনাবাদি পড়ে থাকছে বলে জানান তাঁরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ