হোম > ছাপা সংস্করণ

কলেজছাত্রকে কুপিয়ে জখম কানাইঘাটে

কানাইঘাট প্রতিনিধি

কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় আশিক উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছেন। তিনি কানাইঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মশাহিদ আলীর ছেলে। তোকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নুনছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চা-বাগান এলাকায় পৌঁছালে ৫ / ৬ জন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মোটরসাইকেলের ওপরেই তাঁকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এক সময় তাঁকে মৃত ভেবে পাশের একটি ব্রিজের নিচে ফেলে দেয়। আশিকের মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা মোটরসাইকেলটিও ব্রিজের নিচে তার ওপরে ফেলে দেয়।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, ‘নুনছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চা-বাগান এলাকায় কলেজ শিক্ষার্থী আশিক উদ্দিনের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। জখম গুরুতর হওয়ায় তাঁকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ