হোম > ছাপা সংস্করণ

মঞ্চনাটক: যুক্তরাষ্ট্রের চার শহরে ‘শকুন্তলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে আসে সেলিম আল দীনের ‘শকুন্তলা’। দারুণ সাড়া ফেলে নাটকটি। ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে মঞ্চে এসেছে শকুন্তলা। যুক্তরাষ্ট্রের অস্টিন, সান আন্তোনিও, ডালাস ও হিউস্টন—চার শহরে প্রদর্শিত হচ্ছে নাটকটি। যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে এবার নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করছেন।

১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে শকুন্তলার নির্দেশনা দিয়েছিলেন সেলিম। একসময় নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন তিনি। এবার নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয় করছেন তক্ষকের চরিত্রে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’

এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করানোর পর ২২ জুন অস্টিনে শকুন্তলার মঞ্চায়ন হয়। এরপর হিউস্টনে ২৯ জুন, সান আন্তোনিওতে ৭ জুলাই এবং ডালাসে ১২ ও ১৩ জুলাই দেখা যাবে নাটকটি। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। তাই কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’

শহীদুজ্জামান সেলিমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ‘শকুন্তলা’ নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আগামী ১৮ আগস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে “শকুন্তলা” প্রদর্শনীর মধ্য দিয়ে সেলিম আল দীনের জন্মোৎসবও উদ্‌যাপন করব। সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ পরিক্রমায় পরবর্তী সময়ে তাঁর আরও নাটক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মঞ্চস্থ হবে।’

শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন