বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলে আবেদনটি করেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।
মামলার আবেদনে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অনলাইনে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। তবে আদালত মামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন।
অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক। তার পক্ষে আবেদন দাখিল করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।
বাদীপক্ষের আইনজীবী বলেন, দণ্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও নাহিদ হেলালের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনো এই বিষয়ে কোনো আদেশ হয়নি।
বাদী ওমর ফারুক নয়ন বলেন, ‘বিবাদীরা ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। এসব অভিযোগে দণ্ডবিধির তিনটি ধারায় আমরা আদালতে মামলার আবেদন করেছি।’