Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বৃষ্টি হলেই দুই কিমি রাস্তায় জলাবদ্ধতা, ৩ বছর ধরে কষ্ট

দোহার (ঢাকা) প্রতিনিধি

বৃষ্টি হলেই দুই কিমি রাস্তায় জলাবদ্ধতা, ৩ বছর ধরে কষ্ট

ঢাকার দোহারে সামান্য বৃষ্টি হলেই শিলাকোঠা এলাকার রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহসহ প্রায় ২ কিলোমিটার রাস্তার এই অবস্থা। ৩ বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। রাস্তার দুই পাশে নালা (ড্রেন) না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্রায় ৭-৮ হাজার লোকের বসবাস শিলাকোঠা গ্রামে। গত বৃহস্পতিবার দেখা যায়, বৃষ্টিতে ওই এলাকার মানুষের চলাচলের প্রধান রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়েই শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াত করেন। বিশেষ করে স্কুল ও মাদ্রাসায় যাওয়া শিশুরা এতে চরম বিপাকে পড়ে।

স্থানীয় বাসিন্দা বারেক মোল্লা বলেন, ‘দীর্ঘদিন এই জলাবদ্ধতার জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এলাকার জনপ্রতিনিধিরা এই সমস্যার ব্যাপারে কোনো প্রকার কর্ণপাতই করছেন না। এলাকার প্রধান রাস্তাটি যদি এভাবে দিনে পর দিন পানির নিচে ডুবে থাকে, তাহলে যানবাহন চলাচলের সময় যেকোনো দুর্ঘটনায় পড়তে পারে।’

এলাকার বয়োজ্যেষ্ঠদের একজন ছামেদ মোল্লা বলেন, ‘রাস্তার এই পানির জন্য আমরা নামাজ পড়তে ঠিকমতো মসজিদে যেতে পারি না।’

রাস্তায় জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মণ্ডল মোবাইল ফোনে বলেন, ‘এখন আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। এ বিষয়ে পরে কথা বলব।’

এদিকে রাস্তাটি সংস্কারসহ দুই পাশে নালা (ড্রেন) তৈরির মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ