তৃতীয় ধাপে অনুষ্ঠিত গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ৭২ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল শনিবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন ও ফতেহপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা।