মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪ ইউপিতে চেয়ারম্যান পদে একজনসহ ২০ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১০টায় মহালছড়ি টাউন হলে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানা গেছে।
গতকাল এর আগে মনোনয়নপত্র জমা দেওয়া সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা। এ সময় ৪ ইউপির সব প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২ নভেম্বর পর্যন্ত চার ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৩৬ জন, সাধারণ সদস্য পদে ৮৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলন ২ জন, স্বতন্ত্র প্রার্থী ৭ জন।
বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে আছেন মুবাছড়ি ইউপিতে ৮, ক্যায়াংঘাট ইউপিতে ৮ ও মহালছড়ি সদর ইউপিতে ৩ জন প্রার্থী আছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন ক্যায়াংঘাট ইউপির রুপেন্দু দেওয়ান।
এ ছাড়া মুবাছড়ি ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে কামনা চাকমা ও শ্যাংথুই মারমা। সাধারণ সদস্য পদে সুজিত কুমার চাকমা, যুদ্ধ রঞ্জন চাকমা, রিপন চাকমা, চিকু চাকমা, সাধন পূর্ণ চাকমা ও শিপন চাকমা।
ক্যায়াংঘাট ইউপিতে চেয়ারম্যান পদে রুপেন্দু দেওয়ান, সাধারণ সদস্য পদে মহেন্দ্র চাকমা, জীবন বিকাশ চাকমা, হেমন্ত চাকমা, সন্তোষ ময় চাকমা, কৃপণ চাকমা, দীপ্ত চাকমা, সুশীল বিকাশ চাকমা।
মহালছড়ি সদর ইউপিতে সাধারণ সদস্য পদে তান্টু মনি তালুকদার, মানিক রঞ্জন খীসা ও বিনোদ বিহারী চাকমা।
মহালছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে একক প্রার্থী আছেন। তা ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এরপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চিত হওয়া যাবে। বাকিগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।