‘আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। সরকারের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার মেয়ে ও ছেলেকে বাল্যবিবাহ দেব না’ মর্মে শপথ নিয়েছেন কেশবপুরের ৩০ নারী। গতকাল বুধবার সকালে উপজেলার জাহানপুরে বাল্যবিবাহ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ শপথ নেন তাঁরা।
সভায় ওই ৩০ নারী বলেন, তাঁরা বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবেন।
গতকাল সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ওই শপথবাক্য পাঠ করান।
জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌর কারিগরি ও বাণিজ্য কলেজের শিক্ষক উৎপল দে, প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাস, হিসাবরক্ষক লেবিও গোলদার এবং কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু। অনুষ্ঠানে নারীদের মধ্যে বক্তব্য দেন কাকলী দাস, পারুল দাস ও রুপালী দাস। বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করার পর ওই ৩০ জন নারী অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
শপথ বাক্য পাঠ করার পর কাকলী দাস বলেন, ‘আমাদের মেয়েদের ১৮ বছর ও ছেলে সন্তানের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত তাঁদের বিয়ে দেব না। সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলব আমরা। এলাকার কেউ অপ্রাপ্তবয়স্ক সন্তানকে বিয়ে দিতে চাইলে এর কুফল তুলে ধরে ওই বিয়ে প্রতিরোধে ভূমিকা রাখব।’