হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাঁদের।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে শিমুল মিজিসহ (২৪) তাঁর দুই বন্ধু ইজাজ হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৪) তুলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তাঁরা ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরে ধর্ষণের শিকার ওই ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারকে জানায়। পরে ছাত্রীর মা বাদী হয়ে সেদিন ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগটির সত্যতা নিশ্চিত করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে রাতেই পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহার মিয়ার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ও কুমিল্লায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণের এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অপর একজন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন