Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোলায় নিউমোনিয়ার প্রকোপ এক শয্যায় ৩-৪ শিশু

শিমুল চৌধুরী, ভোলা

ভোলায় নিউমোনিয়ার প্রকোপ এক শয্যায় ৩-৪ শিশু

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোলায় উচ্চমাত্রায় জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। সদর হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। এক সপ্তাহে ভর্তি হয়েছে ২৩৭ জন।

গতকাল বৃহস্পতিবার সকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, ভোলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে যেন ঠাঁই নেই। শয্যা-সংকটে এক শয্যায় তিন-চারটি শিশুকে রেখেও চিকিৎসা দিতে দেখা গেছে। শিশু বিভাগে সব মিলিয়ে শয্যাসংখ্যা রয়েছে মাত্র ২৫। কিন্তু এ বিভাগে ভর্তি শিশু রোগীর সংখ্যা বর্তমানে ১২৩। শয্যার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শিশু রোগী ভর্তি আছে এ বিভাগে।

এক সপ্তাহ ধরেই মোটামুটি এ অবস্থা চলছে।

শিশু ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা বলছেন, রোগীর চাপ বাড়ায় শয্যা-সংকট প্রকট হয়েছে শিশু বিভাগে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে ও বারান্দায় শিশুসন্তানদের চিকিৎসা নিচ্ছেন রোগীর স্বজনেরা।

হাসপাতালের সহকারী পরিচালক মু. মনিরুল ইসলাম বলেন, ওয়ার্ডে শ্বাসকষ্টের জটিলতায় আক্রান্ত শিশুদের জন্য নেবুলাইজার মেশিনের সংকট নেই। তবে, বেডের সংকট রয়েছে। এক শয্যায় তিন-চারটি শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

ভোলা সদর হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। এক সপ্তাহে ভর্তি হয়েছে ২৩৭ জন। ১৫ দিনে ভর্তি হয়েছে ৩৫১ জন। এক মাসে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫ জন। এক মাসে মৃত্যু হয়েছে চারজনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের।

শহরের মুসলিমপাড়ার দুই বছর দুই মাস বয়সী শিশু ইমতিয়াজের মা সোনিয়া বেগম জানান, তাঁর সন্তানের নিউমোনিয়া হওয়ায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে বেড না পেয়ে বাধ্য হয়ে মেঝেতে থেকে চিকিৎসা করাচ্ছেন।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এবং নবজাতক ও শিশু চিকিৎসক আবদুল মজিদ শাকিল জানান, হালকা শীতে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই শতাধিক নিউমোনিয়া আক্রান্ত শিশু হাসপাতালে আসছে। কেউ ভর্তি হয়, কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

ভোলা সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান বলেন, ‘শীতের মৌসুম শুরু হওয়ার আগেই নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে গেছে। তবে আমরা শিশুদের মা, বাবা ও স্বজনকে শিশুদের গরম পোশাক পরিয়ে রাখা ও ঠান্ডা খাবার না খাওয়াতে পরামর্শ দিয়ে যাচ্ছি।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ