হোম > ছাপা সংস্করণ

হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু-রুপাদের বরণ

নেত্রকোনা প্রতিনিধি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন উদ্‌যাপন করেছে নেত্রকোনার ‘হিমু পাঠক আড্ডা’। গতকাল রোববার সকালে সংগঠনের কার্যালয় সাতপাই থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। এ সময় হিমু-রুপাদের বরণ করে নেওয়া হয়।

হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে নেচে-গেয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘোরে। পরে নীল শাড়িতে রূপা সেজে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শোভাযাত্রার হিমু-রুপাদের বরণ করে নেন।

সেখানে সংগঠনের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী হিমু উৎসব উদ্‌যাপন করা হয়। শোভাযাত্রায় পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে হিমু উৎসবে সমাজসেবক অগ্রগামী নারী বেগম রোকেয়াকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। সংগঠনের সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আফজাল রহমান। পরে লেখকের নাটক-সিনেমায় ব্যবহৃত বাউল রশিদ উদ্দিন, উকিল মুন্সী, শাহ আব্দুল করিমের গান ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এদিকে লেখকের জন্মস্থান মোহনগঞ্জে নানাবাড়ি শেখ বাড়িতে দোয়া মাহফিলসহ কেক কাটা হয়। তা ছাড়া লেখকের পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখকের প্রতিষ্ঠিত বিদ্যাপীঠেও কেক কাটার আয়োজন করা হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন