মুন্সিগঞ্জের শ্রীনগরে চলন্ত বাসে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দোগাছি এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে এই ঘটনা ঘটে।
বিষয়টি জানার পর প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া, শিশু ও মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে তিনি শিশুটিসহ তাঁর পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহনে বিনা মূল্যে ভ্রমণের ঘোষণা দেন।
স্থানীয়রা জানায়, মাওয়া থেকে ছেড়ে আশা ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের ঢাকা মেট্রো ব-৬৯৮৮ বাসটি দোগাছি ক্যাম্পের সামনে এলে এক গর্ভবতী যাত্রীর প্রসব বেদনা উঠে। এ সময় বাসের চালক বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং নারী যাত্রীদের সহযোগিতায় বাসেই সন্তান প্রসব করান। এ সময় একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মা।
প্রচেষ্টা পরিবহন কোম্পানির ম্যানেজার আমিনুল ইসলাম জানান, সন্তান প্রসব করি নারী মাদারীপুর থেকে মাওয়া এসে গাজীপুরের উদ্দেশে আমাদের বাসে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে তাঁর স্বামীও ছিল। পথে তিনি চলন্ত বাসেই সন্তান প্রসব করায় আমাদের চেয়ারম্যান স্যার তাঁদের পরিবারের আজীবন ভাড়া ফ্রি করে দিয়েছে।
এ বিষয় জানতে চাইলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি ফোনের মাধ্যমে জানতে পেরেছি। তাঁরা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি।’
তিনি আরও বলেন, তারা সম্ভবত অন্য কোনো প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।