হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুফিয়া মতিন মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় অধ্যক্ষ মোহাম্মদ সুলতান আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি পদ্মাসন সিংহ। এ সময় পদ্মাসন সিংহ বলেন, ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধুমাত্র কাগজে কলমে শিক্ষা অর্জন করলেই হবে না। মনে রাখবা শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি।’ পাশাপাশি ছাত্রীদের সর্বদা শিক্ষাগুরুর প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখার জন্য আহ্বান জানান তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধন মিয়া), স্বপন কুমার দাস প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে দলীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।