হোম > ছাপা সংস্করণ

কলকাতার সৌরভ দাসের বিপরীতে রেহনুমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০২২ সালে ‘লকডাউন লাভ স্টোরি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রেহনুমা মোস্তফার। শাহ আলম মণ্ডলের পরিচালনায় এতে তাঁর বিপরীতে ছিলেন চিত্রনায়ক মামনুন ইমন। এবার রেহনুমা অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ দাসের বিপরীতে।

সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া রেহনুমার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ‘কূপ’। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও সাইফুল ইসলাম অনিক।

ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস এ দেশেও বেশ পরিচিত। বিশেষ করে মিথিলার সঙ্গে ওয়েব সিরিজ ‘মনটু পাইলট-২’-এ তাঁর অভিনয় নজর কেড়েছে। ‘কূপ’ সিনেমা দিয়ে বাংলাদেশের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সৌরভের।

ভোলার প্রত্যন্ত অঞ্চলের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। গল্পে দেখা যাবে, সেই অঞ্চলে কিছু খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে।এলাকার প্রভাবশালী ব্যক্তিরা খবরটা প্রকাশ করতে চায় না। এলাকায় অজানা ভাইরাস ছড়িয়ে দেয় তারা, স্থানীয় লোকজন আক্রান্ত হয় সেই ভাইরাসে। ঢাকা থেকে একজন চিকিৎসক আসে এলাকায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। আর স্কুলশিক্ষকের চরিত্রে রেহনুমা মোস্তফা। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির প্রথম অংশের কাজ। এতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে রেহনুমা বলেন, ‘ভোলার প্রত্যন্ত অঞ্চলে সিনেমার শুটিং হয়েছে। অনেক গোছানো একটি কাজ হচ্ছে। এতে আমার চরিত্র একজন স্কুলশিক্ষকের। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজে টিকে থাকার চেষ্টা করে সে। সর্বোচ্চ চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

সৌরভ দাসের সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌরভ দাসের কাজ আমি আগে দেখেছি। নিজের দ্বিতীয় সিনেমাতেই তাঁর মতো অভিনয়শিল্পীকে পেয়ে ভালো লাগছে। সে অনেক বন্ধুসুলভ। অল্প কয়েক দিনেই তাঁর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে। আর কো-অর্টিস্ট হিসেবে সে খুব হেল্পফুল।’

জানা গেছে, এ সিনেমার শেষ অংশের শুটিং শুরু হবে আগামী ২৬ এপ্রিল থেকে। ‘কূপ’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাজিদ মোহাম্মদ, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, ইকবাল, উজ্জল কবির হিমু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে গো ডট রান এন্টারটেইনমেন্ট। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে আসবে ‘কূপ’। আর সিনেমার গানেও বিশেষ চমক থাকবে বলে জানিয়েছেন সিনেমার দুই নির্মাতা। তবে কী সেই চমক, সেটা পরিষ্কার করবেন আরও কিছুদিন পর।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন