Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তিনবারের চেয়ারম্যান পেলেন ৪৩ ভোট

বাগমারা প্রতিনিধি

তিনবারের চেয়ারম্যান পেলেন ৪৩ ভোট

বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এতে তিনি ভোট পেয়েছেন মাত্র ৪৩টি। এদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হলেও শেষ রক্ষা হয়নি। হেরে গেছেন নৌকার প্রার্থী এস. এম. এনামুল হক।

গনিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭৫৮ টি। ভোট পড়েছে ২৪ হাজার ৪৭৩ টি। এর মধ্যে নষ্ট ভোটের সংখ্যা ২৬১ টি। নির্বাচনে অংশগ্রহণ করেন চারজন প্রার্থী। বিএনপির স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান রঞ্জু চশমা প্রতীকে ১২ হাজার ৪৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী এস. এম. এনামুল হক পেয়েছেন ১১ হাজার ৮১৪ ভোট। অন্যদিকে জাতীয় পাটির প্রার্থী আফসার সরদার লাঙল প্রতীকে পেয়েছেন ১৫৩ ভোট।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনের শুরু থেকে তিনি (হারুন-অর-রশিদ) বিএনপির স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করে গেছেন। তাঁর সমর্থিত লোকজন বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।’

নৌকার পরাজিত প্রার্থী এস. এম. এনামুল হক বলেন, ‘নির্বাচনের আগেই নৌকার গণজোয়ার উঠেছিল। কোনো ভাবেই আমার পরাজয় হওয়ার কথা না। পরিকল্পিত ভাবে আমাকে হারানো হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ