দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে প্রত্যেক মানুষ নিশ্চিন্তে ধর্ম পালন করছে। রাস শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। বিনষ্টকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর কাহারোল উপজেলায় ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ডা. ডিসি রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, জেলা পরিষদ সদস্য মীরা মাহবুব, দেবোত্তর এস্টেটের সদস্য রতন সিং, বিমল দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রনজিৎ কুমার সিংহ।
এদিকে রাস উৎসব ঘিরে জেলার কান্তজিউ মন্দির এলাকা সব ধর্মের মানুষের ভিড় জমেছে।
এ দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভগবানের কাছে দেশের মানুষের সুখ-শান্তি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রার্থনা করেন। রাত ১২টা ১ মিনিটে রাস তিথি ঘোরানো হবে। এ অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
উল্লেখ্য, দিনাজপুরে মহারাজের সময় অর্থাৎ ১৭৫২ সাল থেকে রাস উৎসব উদ্যাপন হয়ে আসছে।