Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঢাকা দক্ষিণে ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণে ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার কুকুর বন্ধ্যাকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বেওয়ারিশ কুকুর দিন দিন বাড়ছে, এমন তথ্য দিয়ে মেয়র তাপস বলেন, কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। সে জন্য সারা বিশ্বের মতো বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, উন্নত দেশে বড় শহর বা উন্নত শহরগুলোতে বেওয়ারিশ কুকুর বা অন্যান্য প্রাণী যত্রতত্র চলাচল করতে পারে না। সেগুলো নিয়ন্ত্রণে থাকে। নাগরিকেরা সেগুলোর পরিচর্যা করেন। নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকায় এ ব্যাপারে নজর দেওয়া হয়নি।

ডিএসসিসিতে দীর্ঘদিন ধরে কোনো পশু চিকিৎসক ছিল না উল্লেখ করে ডিএসসিসি মেয়র আরও বলেন, প্রায় ২০ বছর পর পাঁচজন পশু চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম দিন ১০টি কুকুরকে বন্ধ্যা করা হয়েছে। প্রতিদিন ১০টি করে কুকুর বন্ধ্যা করা হবে বলে ডিএসসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বন্ধ্যাকৃত কুকুরগুলোকে চিহ্নিত করার সুবিধার্থে সেগুলোর কান ফুটো করে দেওয়া এবং ঘাড়ে নীল রং (স্থায়ী রং) স্প্রে করে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো প্রমুখ। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ