Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কৃষকের পাশে শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি

কৃষকের পাশে শিক্ষার্থীরা

নড়াইলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকের জমির ধান কেটে দিয়েছে। ধান কাটা ছাড়াও গত তিন দিনে ১৫ বিঘা জমির বোরো ধান কেটে কৃষকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে তাঁরা।

নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ উদ্যোগ নিয়েছে। রোববার দুপুরে তিন দিনব্যাপী ধান কাটা উৎসব শেষ হয়েছে। গত শুক্রবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ধানকাটা শুরু করে।

সদরের গুয়াখোলা গ্রামের মোহন বিশ্বাস জানান, তাঁদের এলাকায় বর্তমানে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। তিন বেলা খাবারসহ জনপ্রতি শ্রমিকের মূল্য গুনতে হচ্ছে এক হাজার টাকা। তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গুয়াখোলা স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলে আমার ৬০ শতক জমি ধান প্রায় ১০ মিনিটে কেটে দিয়েছেন। এই দুর্যোগের সময় তাঁদের পাশে পেয়ে আমি ভীষণ খুশি।

অপূর্ব সরকার, মিনতি রানী, মহাদেব সরকারসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ বলেন, গুয়াখোলা স্কুলের ছেলে-মেয়েরা যে উদ্যোগ নিয়ে আমাদের ধান কেটে দিচ্ছে, এতে আমাদের অনেক উপকার হয়েছে।

দশম শ্রেণির শিক্ষার্থী বিপুল দেব বলেন, ‘শ্রমিক সংকটকালে আমাদের বিদ্যালয়ের ৩১৫ জন ছাত্রছাত্রী মাঠে নেমে ধান কেটে দিয়েছে।’

হ্যাপী পাটক, প্রিয়া বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর জানায়, ঘূর্ণিঝড় অশনির কারণে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। ফসল তুলতে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, বোরো ধানের ভরা মৌসুমে বর্তমানে শ্রমিক সংকট চলছে। পাশাপাশি ‘অশনি’ ঝড়ের প্রভাবে গত তিন থেকে চার দিন ধরে মাঝে-মধ্যে বৃষ্টি হচ্ছে। ফলে পানি জমে অনেক ধানখেত নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে আমরা সিদ্ধান্ত নেই এলাকার গরিব কৃষকের শুক্রবার সাপ্তাহিক ছুটি, শনিবার সংরক্ষিত ছুটি ও রোববার বৌদ্ধপূর্ণিমার ছুটি মিলে তিন দিন ধান কাটা কর্মসূচি পালনের। এই তিন দিনে অন্তত ২০ জন কৃষকের প্রায় ১৫ বিঘা জমির ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতেও ভালো কাজ করতে চাই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, নড়াইলে এবার ৪৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় মতো সার বীজ অন্যান্য উপকরণ ঠিকমতো পাওয়ায় ধান চাষে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বর্তমানে বাজারে প্রতিমণ বোরো ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ