কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচার ও গণসংযোগ করেছেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে গতকাল শনিবার বের হয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ প্রচার চালান তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, সদস্যসচিব জীবন দেবনাথ টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাঁরা ভোটারের কাছ ভোট চান এবং আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হলে নানা উন্নয়ন হবে বলে আশ্বাস দেন।