হোম > ছাপা সংস্করণ

সাফের প্রস্তুতি কি ক্যাম্পেই সীমাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী মাসে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। হাতে খুব একটা সময়ও নেই। কিন্তু দক্ষিণ এশিয়ার মেয়েদের সেরা হওয়ার এই লড়াইয়ে অংশ নেওয়ার আগে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন ক্যাম্পেই সীমাবদ্ধ।

সাফের সপ্তম আসর শুরুর আগে সাবিনারা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। এ বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগ করা হয় নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি আসলে ওভার ফোনে এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। যখন ফেডারেশনে আসব, তখন বিস্তারিত কথা বলব।’

মেয়েদের সাফ প্রস্তুতি সম্পর্কিত প্রশ্নে কিরণের এমন উত্তর প্রস্তুতি ম্যাচ না হওয়ারই একটা ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া যায়। তবে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এখনো আশায় আছেন। হাতে যে সময় আছে, সেটা নতুন উদ্যোগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য কম—এটা মেনে নিয়েও তিনি বলছেন, ‘আসলে আমরা চেষ্টা করছি মূল আসরের আগে দু-একটা প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজনের। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। দেখুন, সময়ও বেশি নেই...তবে মেয়েদের ক্যাম্প চলছে। তারা সেখানে সাফের জন্য নিজেদের প্রস্তুত করছে।’

১৭ অক্টোবর পাকিস্তান ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। পরদিন শ্রীলঙ্কা-মালদ্বীপ লড়াই। একই দিনে নেপালের প্রতিপক্ষ ভুটান। শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে ২০ অক্টোবর। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য সঙ্গী ভারত। তাদের বিপক্ষে ম্যাচটি ২৩ অক্টোবর।

তার আগে ভুটান ও শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচ খেলবে ২১ অক্টোবর। ওই দিনে মালদ্বীপের প্রতিপক্ষ নেপাল। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ ২৪ অক্টোবর, মালদ্বীপ বনাম ভুটান এবং নেপাল বনাম শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে তিন দল হওয়ায় প্রতিটি দল দুটি ম্যাচ খেলবে।

২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। প্রথম শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ‘বি’ গ্রুপের রানার্সআপ। পরের ম্যাচ ‘বি’ গ্রুপের সেরা দলের সঙ্গে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের। আর ৩০ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন