নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৫টার সময় উপজেলার গোপালপুর গ্রামের সালাম মিয়ার বাড়িতে লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে খাবার খাওয়া শেষে ঘুমাতে যান গৃহবধূ মোছা. ফারজানা আক্তার। সকালে ফারজানাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থা দেখতে পান স্বজনরা। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের স্বজনরা থানায় ফোন করেন। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’